বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক। চম্পা ফুলের একটি চারা রোপণের মাধ্যমে তিনি এই বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেওয়াজ, বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ, ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. অং চালু, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, লাল জারলম বম, খামলাই ম্রো এবং মং এ চিং চাক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারার রোপণ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় সফলভাবে এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
১৫৮ বার পড়া হয়েছে