টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ২:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন।
রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন মার্কেটের কাছে মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন একটি খোলা ম্যানহোলে হঠাৎ করেই পড়ে যান ওই নারী। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধার কাজ শুরু করেছি। ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং টানা বৃষ্টির কারণে এটি পানি ও কাদায় পরিপূর্ণ। ফলে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।”
এদিকে, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এখনও ওই নারীর সন্ধান মেলেনি।”
দুর্ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করছেন, এলাকাজুড়ে বেশ কয়েকটি ম্যানহোল খোলা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নেয়নি।
১৩০ বার পড়া হয়েছে