সর্বশেষ

খেলা

ওল্ড ট্র্যাফোর্ডে অবিশ্বাস্য ড্র, শুভমান-সুন্দর-জাদেজার মহাকাব্যিক লড়াই

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ম্যানচেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে অবিশ্বাস্য এক ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল।

প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে অসাধারণ লড়াই করে ইংল্যান্ডের কাছ থেকে প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে আনে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজারা।

প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। বেন স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে (৫ উইকেট) চাপে পড়ে সফরকারীরা। জবাবে ব্যাট হাতে জ্বলে ওঠে ইংল্যান্ড। জো রুটের ১৫০ এবং বেন স্টোকসের ১৪১ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা তোলে ৬৬৯ রান, পায় ৩১১ রানের বিশাল লিড।

এই বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপের শুরুটা ছিল একেবারেই বিপর্যয়কর। শূন্য রানেই ফিরে যান দুই ওপেনার। এরপর তৃতীয় উইকেটে শুভমান গিল ও লোকেশ রাহুল মিলে গড়েন ১৮৮ রানের মূল্যবান জুটি। ৯০ রানে আউট হন রাহুল, শতক পূর্ণ করে ১০৩ রানে ফেরেন শুভমান গিল।

২২২ রানে ৪ উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। চরম চাপের মুহূর্তে তারা গড়ে তোলেন ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি। দুর্দান্ত সেঞ্চুরি করেন দু’জনই—সুন্দর অপরাজিত থাকেন ১০১ রানে এবং জাদেজা ১০৭ রানে। তাদের লড়াকু ব্যাটিংয়ে ৪২৫ রানে ৪ উইকেটে পৌঁছায় ভারত, ম্যাচ ড্র ঘোষণা করা হয় চতুর্থ ইনিংস শুরু না হওয়ায়।

বোলিংয়ে ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস, জোফরা আরচার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন ও জো রুটরা ব্যর্থ হন জুটি ভাঙতে। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেন স্টোকস তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য।

ভারতের এই অবিশ্বাস্য কামব্যাক ও ড্র অনেকটাই এক পরাজিত ম্যাচকে "মনে রাখার মতো টেস্টে" রূপ দিয়েছে।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন