কুষ্টিয়ায় আটার দাম বস্তা প্রতি ২‘শ টাকা বাড়ায় ক্রেতারা বিপাকে

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হঠাৎ গমের মূল্য সামান্য বৃদ্ধির অজুহাতে বস্তাপ্রতি আটার দাম ১৩০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। মিল মালিকরা এই দাম বৃদ্ধি করে দেওয়ায় আটার বাজারে অস্থিরতা চলছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে।
জানা গেছে, জ্জ দিনে গমের বাজারে প্রতি মণে দাম বেড়েছে মাত্র ৫০-৬০ টাকা। আর মিল মালিকরা এই সুযোগে কেজি প্রতি পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে আটার।
গম ব্যবসায়ী আব্দুল মজিদ মোল্লা বলেন, গমের দাম মণ প্রতি ৫০-৬০ টাকা বেড়েছে ঠিকই, তবে ভুসির দাম বস্তাপ্রতি ৫০-৬০ টাকা কমেছে। ফলে এই দুদিক মিলিয়ে কেজি আটার দাম সর্বোচ্চ ২-৩ টাকা বাড়তে পারে।
সরেজমিনে দেখা গেছে, লাহিনী বটতলানগর মোহাম্মদপুরের সাব্বির অটো ফ্লাওয়ার মিলে ৩৭ কেজির বস্তা আটা বিক্রি হচ্ছে ১ হাজার ৪‘শ টাকায়। বড় বাজারের সি আর পি ফ্লাওয়ার মিল ৩৭ কেজির বস্তা বিক্রি করছে ১ হাজার ৪২০ টাকা দরে। অথচ এক সপ্তাহ আগেও প্রতি বস্তা আটা বর্তমান দামের চেয়ে ২‘শ টাকা কম ছিল।
এক ভুসি ব্যবসায়ী বলেন, এটা একেবারেই অরাজকতা। বাজারে কার্যকর মনিটরিং না থাকায় মিল মালিকরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
কুমারখালীর মুদি ব্যবসায়ী আসাদুজ্জামান খোকন বলেন, হঠাৎ আটা ও ময়দার দাম বাড়ায় ক্রেতাদের সাথে বাক-বিতন্ডা হচ্ছে সব সময়। ক্রেতারা ফুঁসছে, বুঝাতে পারছিনা।
জেলা কৃষি বিপণন ও বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, গমে কেজি প্রতি এক থেকে দেড় টাকা পর্যন্ত দাম বেড়েছে। ভুসির চাহিদা কমে যাওয়ায় মিল মালিকরা আটার উৎপাদন কিছুটা বাড়িয়েছেন। সে কারণে সামান্য মূল্যবৃদ্ধি হয়েছে।
১২২ বার পড়া হয়েছে