জাতীয়
ঢাকার একটি সাইবার ট্রাইব্যুনাল সাংবাদিক নঈম নিজাম, ময়নাল হোসেন চৌধুরী এবং সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে রোববার (২৭ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এই আদেশ দেন।
নঈম নিজামসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার
রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার একটি সাইবার ট্রাইব্যুনাল সাংবাদিক নঈম নিজাম, ময়নাল হোসেন চৌধুরী এবং সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে রোববার (২৭ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এই আদেশ দেন।
বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২ জুন আদালত প্রতিবেদনটি গ্রহণ করেন এবং আসামিদের হাজিরার জন্য সমন জারি করেন। তবে নির্ধারিত দিনে তারা আদালতে হাজির হননি।
আসামিদের অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে বাদীপক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।
পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ২৮ আগস্ট আদালতে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর