ভারতীয় আধিপত্য ও পুরনো ধারার বিরুদ্ধে নতুন সংবিধান চায় এনসিপি

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে রোববার (২৭ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত এক স্বল্পসময় সভায় বললেন, “আমরা চাই, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি নতুন সংবিধান প্রণয়ন হোক—একটি গণকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে।”
নাহিদ আরও বলেন, “বিগত ১৬ বছর ধরে জনগণের ওপর গণতান্ত্রিক শোষণ আর অত্যাচার চালিয়েছে বর্তমান সরকার। জনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এই অবৈধ শক্তিকে সরিয়ে দিয়েছি। নতুন প্রজন্ম এখন সুন্দর ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার পথে এগিয়ে যাচ্ছে।”
বিশেষ উল্লেখ করেন নাহিদ, নতুন সংবিধান প্রণয়নের জন্য জননির্বাচিত একটি গণপরিষদ প্রয়োজন হবে, এরপর জনগণের অংশগ্রহণে নতুন সংবিধানের রূপরেখা ঠিক করা হবে।
তিনি নেত্রকোনার বন্যাকবলিত জনগণকে জাতীয় নাগরিক পার্টির সহযোগিতা কামনা করে বলেন,
“আমরা জনগণের কল্যাণে কাজ করবো—ইনশাআল্লাহ। একটি টেকসই ও দুর্যোগমুক্ত জেলা গড়ার লক্ষ্যে আমাদের পাশে থাকুন।”
সভার বিস্তারিত কার্যক্রম:
সকাল ১২টায় নেত্রকোনার কলেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়।
পরে সভাকর্মীরা শহীদ পরিবারের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
তার পর পদযাত্রা সার্জিস আলমের নেতৃত্বে শহীদ মিনার পর্যন্ত প্রায় ৩০০ মিটার হেঁটে মাঠে ফিরে বক্তব্য বিশ্লেষণ করা হয়।
সমাবেশ সঞ্চালনা করেন সারজিস আলম; বক্তব্য দেন নাহিদ ইসলাম, নাসির উদ্দীন পাটোয়ারি ও তাসনিম জারা।
বক্তব্যের পর নেতারা দ্রুতই শেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।
১২২ বার পড়া হয়েছে