ভক্তদের জন্য খুশির খবর দিলেন শাবনূর

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী শাবনূর, যিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন, সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক আইডি ভেরিফাইড করার খবর নিজেই ঘোষণা করেছেন।
তিনি লিখেছেন:
“আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে… আশাকরি এখন থেকে সবাই আমার অফিসিয়াল আইডি সহজে চিনতে পারবেন।”
আগে তার নামে তৈরি ভুয়া ফেসবুক পেজ ও আইডি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। সেই প্রতারক চক্র পেজ ভেরিফাইডসহ বিভিন্ন ভুয়া আইডি তৈরি করে ভক্তদের বিভ্রান্ত করেছিল। শাবনূর নিজেই লাইভে এসে বিষয়টি পরিষ্কার করে ভক্তদের সতর্ক করে দেন।
তিনি বলেন,
“আমার শুধু একটাই ফেসবুক আইডি আছে; অন্য সব ভুয়া… আমি আমার পেজ ভেরিফাইড করিনি। তারা যে আমার ডাটা ব্যবহার করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।”
প্রসঙ্গত, যদিও ফেসবুক আইডিটি ভেরিফাইড করা সম্ভব হয়েছে, তবুও পেজ ভেরিফিকেশন এখনও হয়নি। শাবনূর জানিয়েছেন, সে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।
ভুয়া পেজ নির্মাতাদের উদ্দেশ্যে তিনি সতর্কতামূলক বার্তা দিয়েছেন—আপনাদের কর্মকাণ্ড অপরাধমূলক হতে পারে, এমন কাজে আমি আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। তিনি ইতোমধ্যে গডিআই (জেনারেল ডায়েরি) করেছেন এবং পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগকেও অবহিত করবেন।
শাবনূর জানান, তার বন্ধুরা শঙ্কিত হয়ে বিষয়টি অবগত করায় তিনি নিজেই ফেসবুকে সচেতন হন এবং ভুয়া ও আসল আইডি পার্থক্য নিয়ে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন। এজন্য ভক্তদেরও তিনি ভুয়া আইডি এড়িয়ে আসার পরামর্শ দিয়েছেন।
১২০ বার পড়া হয়েছে