জাতীয়

রাজধানীর ডেমরায় ছয়তলা ভবন হেলে পড়েছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ডেমরায় একটি ছয়তলা ভবন হেলে পড়ে পাশের একটি সাততলা ভবনের গায়ে ঠেকে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (২৭ জুলাই) সকাল নাগাদ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করেই ভবনটি এক পাশে হেলে পড়ে পাশের ভবনের গায়ে ঠেকে যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়।

ডেমরা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ভবনটিতে বসবাসরত সবাই নিরাপদে সরে যেতে পেরেছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ভবনের গঠন এবং ঝুঁকির কারণ যাচাই করতে রাজউকের একটি বিশেষ টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন