আট দফা দাবি না মানলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ১১ আগস্টের মধ্যে আট দফা দাবি বাস্তবায়নে সরকার সাড়া না দিলে ১২ আগস্ট থেকে টানা ৭২ ঘণ্টা সব ধরনের পণ্য ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
রোববার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।
লিখিত বক্তব্যে পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, সরকার দাবি মানতে ব্যর্থ হলে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী পরিবহন ধর্মঘট পালন করা হবে। এ সময় পণ্যবাহী ট্রাক, বাস, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভারসহ সব বাণিজ্যিক পরিবহন চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, সড়ক পরিবহন খাত জাতীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই খাতকে আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব করে গড়ে তুলতে হলে সরকারকে আমাদের যৌক্তিক দাবিগুলোর প্রতি নজর দিতে হবে।
সাইফুল আলম আরও বলেন, সম্প্রতি সরকারের নির্দেশে ২০ থেকে ২৫ বছর বয়সী বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় বিআরটিএ। এর প্রতিবাদে বিভিন্ন জেলায় মালিক-শ্রমিক সংগঠনগুলো ইতোমধ্যে ধর্মঘট ডেকেছে, যা সারাদেশে পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি করতে পারে।
এই পরিস্থিতিতে ২০ জুলাই ঢাকায় একটি যৌথ সভায় মালিক-শ্রমিক নেতারা মিলিত হয়ে ১৫ কার্যদিবসের মধ্যে সমস্যার সমাধান না হলে ধর্মঘটের সিদ্ধান্ত নেন।
৮ দফা দাবি সংক্ষেপে:
সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, বিশেষ করে ৯৮ ও ১০৫ ধারা।
বাণিজ্যিক যানবাহনের চলাচলের মেয়াদ ৩০ বছরে উন্নীত করা।
পুরোনো গাড়ি বাতিলের বিষয়ে বিদ্যমান বিধান বহাল রাখা।
ফিটনেস না পাওয়া ও দূষণকারী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা—বয়স নির্বিশেষে।
২০ ও ২৫ বছর বয়সী গাড়ির বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান স্থগিত।
অগ্রিম আয়কর কমানো—বর্তমানে দ্বিগুণ হারে আরোপিত।
রিকন্ডিশন যান আমদানির সময়সীমা ৫ থেকে ১২ বছর বৃদ্ধি।
দুর্ঘটনায় আটক যান মালিকের জিম্মায় ৭২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়া নিশ্চিত করা, স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন এবং তিন চাকার যানবাহনের পৃথক লেন চালুর দাবি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষসহ আরও অনেকে।
১১৬ বার পড়া হয়েছে