জাতীয়

ড. ইউনূসের মানহানির মামলা বাতিলের আদেশ আপিল বিভাগের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায়ে মামলাটির কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পেল।

ড. ইউনূস ২০০৭ সালে একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়। এরপর ২০১০ সালে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু এই মামলাটি দায়ের করেন।

মামলাটি বাতিল চেয়ে ড. ইউনূস ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০২3 সালের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে।

এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করেছিল, যার শুনানি শেষে আজ তা খারিজ করে দেন আদালত।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন