মাহমুদুল হাসান কলেজে সভাপতির পদ নিয়ে উত্তেজনা, নিরাপত্তাহীনতায় অধ্যক্ষ

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিং বোর্ড সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগীয় অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
কিন্তু এতে বিরুদ্ধে তৎপর হয়েছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন—তিনি নিজেই ওই পদে বসতে চান।
বিদ্যালয় পরিচালনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ৩০ এপ্রিল থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থনের পর বেসরকারি কলেজগুলোর প্রশাসনের জন্য অ্যাডহক কমিটি গঠন করে যেখানে শিক্ষিত, নিরপেক্ষ ও দক্ষ প্রার্থীদের গুরুত্ব দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ায় অধ্যাপক নজরুল ইসলামকে সভাপতি হিসেবে মনোনয়িত করা হয়।
এর পর ১৮ মে নির্বাচনী কার্যক্রম শুরু হয় ও ২৩ জুন কলেজ পরিদর্শক অধ্যাপক নজরুল ইসলামকে সভাপতি ও শফিকুল ইসলাম রিপনকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে চিঠি জারি করেন। তবে এরপরই কলেজের সভাপতি পদ দখল নিয়ে জেলা বিএনপির সভাপতি চেষ্টা চালাতে থাকেন, ও কলেজ অধ্যক্ষকে তাদের প্রতি চাপ দিতে দেখা যায়।
অধ্যাপক নজরুল ইসলাম জানিয়েছেন, শাহীন লম্বা সময় ধরে তাদের পদ দখলে আগ্রহী হলেও ব্যর্থ হওয়ায় বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। প্রথম সভা ১৭ জুলাই আহ্বান করা হলে বাধা দেওয়া হয়, পরে ২৪ জুলাই পুনঃনির্ধারণ করা হয়। সঙ্গে অধ্যক্ষ আমিনুল ইসলামকে জীবননাশের ভয় দেখিয়ে যাচ্ছেন—এ খবর অধ্যাপক নজরুলের কাছে কল রেকর্ডসহ এসেছে।
কলেজের বিদ্যোৎসাহী সদস্য শফিকুল ইসলাম রিপন জানান, অধ্যাপক নজরুল একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে যোগ্য, তিনি দক্ষতার সঙ্গেই কলেজ পরিচালনায় সহযোগিতা করতে পারবেন। শ্রম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে দুই পক্ষকে মীমাংসার আহ্বান করছেন।
অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিজে কোনো বিপদে পড়েননি, তবে বহিরাগতদের চেষ্টার কারণে সংকট গভীর হচ্ছে। তিনি স্পষ্ট করেন—হতাশা থেকে হয়তো কেউ সভাপতিত্ব চান—কিন্তু দায়িত্ব শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক ভেদ থেকে বের করে শুধু শিক্ষক ও সমাজের শিক্ষিত-দক্ষ ব্যক্তিদের জায়গা দেওয়া হচ্ছে। যারা মনোনীত হয়েছেন—তারা সেই মান চিন্তা করে বেছে নেয়া হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে