আন্তর্জাতিক

আফিয়া সিদ্দিকির মুক্তি জাতীয় অগ্রাধিকার: নিউইয়র্কে ইসহাক দার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আফিয়া সিদ্দিকির মুক্তিকে 'জাতীয় অগ্রাধিকার' হিসেবে উল্লেখ করেছেন।

নিউইয়র্কে প্রবাসী পাকিস্তানিদের এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, আফিয়া সিদ্দিকিকে ‘জাতির কন্যা’ হিসেবে দেখে পাকিস্তান সরকার তার মুক্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছে।

রবিবার এক প্রতিবেদনে সামা টিভি জানায়, উপপ্রধানমন্ত্রী দার বলেন, "আমরা তার মুক্তির জন্য অনেকবার প্রচেষ্টা চালিয়েছি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগেই তার (আফিয়া) জন্য প্রেসিডেন্টের ক্ষমা চেয়ে অনুরোধও জানানো হয়েছে।"

আফিয়া সিদ্দিকির কারাবন্দিত্বকে মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করে ইসহাক দার বলেন, ওয়াশিংটনের সঙ্গে বারবার এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরো বলেন, “কেউ যেন ভুল না করেন — ডা. আফিয়া সিদ্দিকি আমাদের জাতির কন্যা। তার মুক্তি এখনো সরকারের অগ্রাধিকারে রয়েছে এবং আমরা আন্তরিকভাবে বিষয়টি দেখছি।”

উল্লেখ্য, আফিয়া সিদ্দিকি একজন পাকিস্তানি বিজ্ঞানী, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে কারাবন্দী। তার মুক্তির দাবিতে পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনেও একাধিকবার আওয়াজ উঠেছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন