বিক্ষোভের পর সরকারপ্রধানের অবস্থান স্পষ্ট করলেন আনোয়ার ইব্রাহিম

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে শনিবার (২৬ জুলাই) বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি দমন নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাস্তায় নামে হাজারো মানুষ।
বিক্ষোভের পর নিজের প্রতিক্রিয়ায় আনোয়ার ইব্রাহিম বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকার একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ, এবং তিনি এর প্রতি তার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ সমাবেশ পরিচালনায় পুলিশ, দমকল বাহিনী, চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষদের প্রতিও তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা যেন নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছান—এই কামনাই তার।
তিনি বলেন, “সমালোচনা কিংবা ভিন্নমতকে শত্রুতা হিসেবে দেখা ঠিক নয়। বরং একটি পরিণত, সচেতন ও প্রগতিশীল জাতির প্রকাশ হিসেবে একে উৎসাহ দেওয়া উচিত।” তবে প্রধানমন্ত্রী মনে করেন, মতপ্রকাশ হতে হবে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং দেশপ্রেমবোধের আওতায়।
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার সংসদে ‘প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব’ (PMQT)-এর কথা উল্লেখ করে বলেন, এতে সংসদ সদস্যরা সরাসরি যেকোনো প্রশ্ন করতে পারেন। তিনি এমপিদের এসব সেশনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন শুধু রাস্তায় দাঁড়িয়ে নয়, বরং সংলাপ, দক্ষতা অর্জন ও নতুন সম্ভাবনা খোঁজার মাধ্যমেই টেকসইভাবে এগিয়ে যেতে হবে।”
রাজধানীর ঐতিহাসিক স্থানগুলো রক্ষায় চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ‘মালয়েশিয়া ভ্রমণ বছর ২০২৬’-এর প্রস্তুতির অংশ হিসেবে সুলতান আব্দুল সামাদ ভবনসহ বিভিন্ন এলাকা সংরক্ষণে কাজ চলছে বলেও জানান তিনি।
এদিকে, রোববার (২৭ জুলাই) পুত্রজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ফেডারেল টেরিটরির পিকেআর নেতাদের সঙ্গে বৈঠকে আনোয়ার ইব্রাহিম বলেন, “এটা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ, তবে কিছু মিথ্যা প্রচার থেকে সাবধান থাকতে হবে।” তিনি বলেন, দাতারান মেরদেকার এক সাক্ষাৎকারে কেউ কেউ জ্বালানির মূল্য বৃদ্ধির কথা বললেও প্রকৃতপক্ষে তা কমেছে।
প্রধানমন্ত্রী আহ্বান জানান, জনসাধারণ যেন সরকারের কর্মকাণ্ড ও নীতিকে রাজনৈতিক অনুভূতি নয়, তথ্যভিত্তিকভাবে মূল্যায়ন করেন। তিনি অভিযোগ করেন, সরকার পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কিছু মহল এখনো ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
১০৬ বার পড়া হয়েছে