জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতের সংখ্যা ৩৫ থেকে কমে ৩৪, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা ৩৪ উল্লেখ করা হয়েছে, যদিও এর আগের ঘোষণায় মৃতের সংখ্যা ছিল ৩৫।

এই হঠাৎ পরিবর্তন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিলেও, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বিষয়টি ব্যাখ্যা করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সিএমএইচে প্রাথমিকভাবে ১৫টি মরদেহ থাকার তথ্য দেওয়া হয়েছিল। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, এই ১৫টি বডিব্যাগের মধ্যে একটিতে আলাদা ছয়টি মরদেহ নয়, বরং পাঁচটি মরদেহ ছিল। ফলে নিহতের মোট সংখ্যা এখন ৩৪ বলে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে সিএমএইচ কর্তৃপক্ষ জানায়, ২১ জুলাই তাদের কাছে মোট ১৫টি বডিব্যাগ হস্তান্তর করা হয়। এর মধ্যে তুরাগ থানা পুলিশ প্রাথমিকভাবে ১১টি সম্পূর্ণ মরদেহ, দুটি অপূর্ণাঙ্গ মরদেহ ও পাঁচটি দেহের অংশবিশেষ সুরতহাল করে। ১১টি মরদেহের মধ্যে ৯টি শনাক্ত করা হলে, ২১ জুলাই আটটি এবং পরদিন আরও একটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাকি দুইটি অপূর্ণাঙ্গ মরদেহ ও পাঁচটি দেহের অংশবিশেষ থেকে ২২ জুলাই সিআইডি ফরেনসিক টিম ডিএনএ নমুনা সংগ্রহ করে। পরীক্ষার পর পাঁচজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়। শনাক্ত এসব মরদেহ ২৪ জুলাই রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ায় মরদেহের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে নিহতের সর্বশেষ সরকারি হিসাব ৩৫ থেকে কমে এখন ৩৪।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন