সর্বশেষ

রাজনীতি

সেনাপ্রধানের প্রশংসা, ফেসবুকে আলোচনায় সারজিস আলম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি সেনাপ্রধানের মানবিক কর্মকাণ্ডের তিনটি দিক তুলে ধরেন।

সারজিস আলম লিখেছেন,

“কয়েকটা আনপপুলার তথ্য দেই!

১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়ে আহত সেনাসদস্যদের খোঁজখবর নিয়েছেন। ব্যতিক্রম ছাড়া এই ধারাবাহিকতা উপদেষ্টাদের সম্মিলিত ভিজিট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

২. ঢাকা সিএমএইচে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনী উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছে, যা ব্যক্তি প্রতি চিকিৎসা ব্যয়ের দিক থেকে সর্বোচ্চ।

৩. আহত এবং শহীদ পরিবারের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।”

 

পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সারজিসের এই পোস্টে প্রায় ৬৫ হাজার রিঅ্যাকশন, সাড়ে ৪ হাজারের বেশি মন্তব্য এবং ১২শ’র বেশি শেয়ার হয়েছে। অনেকেই সেনাপ্রধানের প্রশংসা করে মন্তব্য করেছেন এবং এমন মানবিক নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, সারজিস আলম বর্তমানে এনসিপির ঘোষিত কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোনা সফরে রয়েছেন। রোববার দুপুরে তিনি সফরের কিছু ছবি প্রকাশ করে লিখেছেন,

“জুলাই পদযাত্রার ২৭তম দিনে নেত্রকোনা থেকে...”

 

সারজিস আলমের এই মানবিক মূল্যবোধ ও সেনাবাহিনী সম্পর্কে সচেতন প্রশংসা রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে নাড়া দিয়েছে।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন