সারাদেশ

পাবনায় সাংবাদিক আদনানের বিরুদ্ধে বিক্ষোভ, চার দফা দাবি ভুক্তভোগীদের

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ও স্থানীয় দৈনিক পাবনার চেতনা পত্রিকার সম্পাদক সাংবাদিক এস এম আদনান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও অপসাংবাদিকতার অভিযোগ এনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন একাধিক ভুক্তভোগী।

রোববার (২৭ জুলাই) দুপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ পাবনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা মুখপাত্র সিরাজুম মুনিরার নেতৃত্বে শহরের পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এস এম আদনান উদ্দিন তার রাজনৈতিক পরিচয় ও পত্রিকার মালিকানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের সম্মানহানি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভ শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চার দফা দাবিসহ স্মারকলিপি জমা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. আদনান উদ্দিনের বিরুদ্ধে আইনগত তদন্ত ও ব্যবস্থা গ্রহণ
২. চাঁদাবাজি ও অপসাংবাদিকতার নেটওয়ার্ক চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া
৩. ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা
৪. দৈনিক পাবনার চেতনা পত্রিকার কার্যক্রম মনিটর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা মুখপাত্র সিরাজুম মুনিরা সাংবাদিকদের বলেন, “আদনান উদ্দিন অতীতে আওয়ামী লীগের নেতাদের ছায়ায় থেকে অর্থ উপার্জন করেছেন, এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। তার পত্রিকায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ছেপে আমার ও অন্যদের বিরুদ্ধে মানহানিকর প্রচার চালিয়েছেন। আমি সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেছি।”

এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক এস এম আদনান উদ্দিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরীর কাছে পাওনা টাকা চেয়েছি, সেজন্যই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকের বিক্ষোভও তার ইন্ধনে হয়েছে। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা, আমি কোথাও চাঁদাবাজি করিনি।”

ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন