সর্বশেষ

রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে আটক ৫

উমামা ফাতেমার ফেসবুক পোস্টে জানালেন ‘শেকড় অনেক গভীরে’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সঙ্গে সম্পৃক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রেপ্তার পাঁচজনের ছবিসহ একটি পোস্ট দেন উমামা। তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আশপাশের মানুষের ‘হতবাক হওয়ার ভান’ তাকে বিস্মিত করেছে। তার মতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কর্মকাণ্ড নতুন কিছু নয়—তারা দীর্ঘদিন ধরেই সংগঠনের ছত্রছায়ায় থেকে ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন।

পোস্টে উমামা লেখেন, “এই প্রথম তারা পুলিশের হাতে ধরা পড়ল। খোঁজ নিলে বোঝা যাবে, এদের শেকড় অনেক গভীরে। এদের অনেককেই সচিবালয়, মিছিল-মিটিং ও দলীয় নেতাদের আশেপাশে প্রটোকল দিতে দেখা গেছে। গুলশান-বনানী এলাকায় গ্যাং কালচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল অনেক আগে থেকেই।”

তিনি আরও দাবি করেন, গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে গ্রেপ্তার হওয়া রিয়াদ নামে একজনের ‘উচ্ছৃঙ্খল আচরণ’ প্রত্যক্ষ করেছিলেন তিনি নিজে। উমামা বলেন, “আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে সে আমাদের ওপর পাল্টা চড়াও হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে আগেও হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আস্থাহীনতা প্রকাশ করে উমামা লেখেন, “আজ এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না। যে যেভাবে পেরেছে, এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে।”

গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় উমামা ফাতেমা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। পরবর্তীতে তিনি মুখপাত্রের দায়িত্বও পালন করেন। তবে গত মাসে তিনি সংগঠনটি থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, গুলশান এলাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন