বিনোদন

বয়স বাড়া স্বাভাবিক, এতে লজ্জা নেই: কাজল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি আলোচনায় এসেছেন তাঁর নতুন চলচ্চিত্র সারজামিন ঘিরে, যেখানে তিনি প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন ইব্রাহিম আলি খানের সঙ্গে।

ছবির প্রচারণায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি খোলাখুলিভাবে কথা বলেছেন সৌন্দর্যচর্চা, বয়স এবং তারকাদের মুখে ফিলার বা বোটক্স ব্যবহারের মতো বিষয় নিয়ে।

এই প্রসঙ্গে কাজল বলেন, “আমি মনে করি, এটি একেবারে ব্যক্তিগত পছন্দের বিষয়। কেউ যদি নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী হন এবং কোনো নির্দিষ্টভাবে নিজেকে দেখতে চান, তাহলে সার্জারি হোক বা অন্য কোনো প্রসাধনী উপায়—তাতে কোনো সমস্যা নেই। এটি কোনো গুরুতর বিষয় নয়।”

বয়স নিয়ে সমাজে বিরাজমান অতিরঞ্জিত উদ্বেগের বিরুদ্ধেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। কাজলের ভাষায়, “বয়স বাড়বে এটাই স্বাভাবিক। এতে ভয় পাওয়ার কিছু নেই। জীবনের প্রতিটি ধাপই উপভোগ করার মতো। অনেকে তো অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে যান, তারাই তো বয়সের সৌন্দর্য উপলব্ধি করতে পারেন না—সেই দিক থেকে ভাবলে বয়স হওয়াটা বরং আশীর্বাদ।”

নারীদের পাশাপাশি পুরুষদেরও সৌন্দর্যচর্চায় আগ্রহ এবং সে নিয়ে সমাজের ভিন্ন মানসিকতা নিয়েও কথা বলেন কাজল। তিনি বলেন, “আজকাল শুধু নারীরাই নয়, অনেক পুরুষও চেহারায় পরিবর্তনের জন্য নানা প্রসাধনী বা সার্জারি গ্রহণ করেন। কিন্তু যখন নারীরা এসব করেন তখনই তা নিয়ে নেতিবাচক আলোচনা হয়, সমালোচনা হয়। অথচ এটি একান্তই ব্যক্তিগত পছন্দ এবং তা নিয়ে কটাক্ষ করার কোনো যুক্তি নেই।”

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন