জাতীয়

ভোটের রোডম্যাপ প্রস্তুত, শিগগিরই তারিখ প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী কয়েক দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি।

জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সূচি প্রকাশ করবেন। অরাজক পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচন— সরকার এখন তা উপলব্ধি করছে।”

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রতিনিধিরা জানিয়েছেন, ৫ আগস্টের আগেই ভোটের তারিখ ঘোষণা হতে পারে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রেস উইং থেকে এই বক্তব্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। প্রেস বিজ্ঞপ্তিতেও এ বিষয়ে কিছু উল্লেখ ছিল না।

নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলেছে। তখন ড. ইউনূস বলেন, “নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যেই চূড়ান্ত। কয়েক দিনের মধ্যেই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।”

হাজ্জাজের দাবি, প্রেস উইংয়ের সঙ্গে আলোচনায় ইঙ্গিত মিলেছে যে ৫ আগস্টের মধ্যে ঘোষণা আসতে পারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, বৈঠকে সাম্প্রতিক সহিংসতা ও প্রশাসনিক অচলাবস্থা নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস তখন বলেন, “নির্বাচনের সময় খুব শিগগিরই জানানো হবে।”

গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে পরাজিত শক্তি
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার যে কোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তিগুলো নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। তবে গণতন্ত্রকামী সব শক্তির ঐক্যই এই ষড়যন্ত্রের জবাব দেবে।”

তিনি আরও বলেন, “যখনই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়, তখনই বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র সামনে আসে। তবে এসব দিয়ে গণতান্ত্রিক যাত্রা থামানো যাবে না।”

নেতাদের প্রতিক্রিয়া
ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, প্রধান উপদেষ্টা ৩–৪ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলেছেন। বাসদ (মার্কসবাদী) নেতা মাসুদ রানা জানান, ইউনূস বলেছেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটের দিন জানাবেন।

লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু এবং এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামানও দ্রুত নির্বাচনের সময় নির্ধারণের ওপর জোর দিয়েছেন।

বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

হেফাজতের সঙ্গে আলাদা বৈঠক

শনিবার পৃথক এক বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের নেতারা। বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার ক্ষতিপূরণ, তথ্য সংরক্ষণ এবং মিথ্যা মামলাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এই আলোচনায় অংশ নেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হকসহ সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন সরকারের ধর্ম, শিল্প ও জ্বালানি উপদেষ্টারা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন