রাজনীতি

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের জন্য বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জমা দেওয়া হিসাবে দলটি দেখিয়েছে, চলতি বছরে তাদের মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এতে বর্তমানে দলটির হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদের কাছে হিসাবপত্র জমা দেন বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী জানান, দলের আয়ের উৎস হিসেবে রয়েছে সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রির আয়, ব্যাংকে জমাকৃত অর্থের সুদ এবং এককালীন অনুদান। ব্যয়ের খাতগুলোতে উল্লেখ করা হয়েছে—ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তা, রাজনৈতিক কর্মসূচির বাস্তবায়ন, লিফলেট-পোস্টার ছাপানোসহ বিভিন্ন সাংগঠনিক ব্যয়।

এ সময় তিনি বলেন, “গণতন্ত্রবিরোধী শক্তিগুলো আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। সেসব মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সরকারকে।”

রিজভী আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে বসিয়ে ভোট কারচুপির পথ সুগম করেছিল।

তবে এবারের নির্বাচন কমিশনের কাছে বিএনপির প্রত্যাশা— ইসি যেন নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করে এবং যে কোনো ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করতে সক্ষম হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন