সর্বশেষ

আন্তর্জাতিক

আমেরিকান ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ যাত্রীদের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দুপুরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও একজন যাত্রীকে সামান্য আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও রানওয়ে থেকে উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন।

ঘটনার পরপরই ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্লাইটটি পরে গ্রাউন্ড করে রাখা হয়েছে এবং চাকার সঙ্গে সম্পর্কিত যান্ত্রিক ত্রুটিটি পরিদর্শন করা হচ্ছে।

বিষয়টি নিয়ে আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের একইদিন সন্ধ্যায় বিকল্প একটি ফ্লাইটে মিয়ামির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রভাবে ডেনভার বিমানবন্দরে অন্তত ৩০৬টি ফ্লাইট বিলম্বিত হয়। দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সব আগত ফ্লাইটের জন্য সাময়িকভাবে গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল, তবে বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট ইঞ্জিন ত্রুটির কারণে ডেনভারে জরুরি অবতরণ করেছিল।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন