বিমানবন্দরে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন প্রবেশের নির্দেশনা কার্যকর

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে ডিপারচার ড্রাইভওয়ে এবং এরাইভাল ক্যানোপি এলাকায় সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, “নতুন নির্দেশনা অনুযায়ী, যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন। সুশৃঙ্খল চলাচলের জন্য আগত সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।”
এর আগে, গত ২৪ জুলাই রাতে এক বার্তায় এই নির্দেশনার প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী ব্যবহার করেন। প্রতিদিন আন্তর্জাতিক ১৪০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হয়। এসব বিবেচনায় এনে যাত্রী ও আগত স্বজনদের চলাচল আরও সুষ্ঠু ও নিরাপদ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
১৫৯ বার পড়া হয়েছে