আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আছে রাশিয়ার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান কেবলমাত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।

শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরটি-তে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, "রাশিয়া সব সময় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষেই থেকেছে। শান্তি অর্জনের একমাত্র পথ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়ন।"

পেসকভ আরও উল্লেখ করেন, মস্কো ১৯৮৮ সালেই ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। তিনি জানান, ইসরাইল ও ফিলিস্তিন—দুই পক্ষের জন্যই একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান অত্যন্ত জরুরি।

এদিকে, ফ্রান্স ইতোমধ্যে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, এটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে এক বড় পদক্ষেপ।

ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে চাপের মুখে রয়েছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টিও। দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি পাঠিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমপিদের মধ্যে বেশিরভাগই লেবার পার্টির সদস্য, যারা মনে করছেন যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বে একটি শক্তিশালী বার্তা পাঠাবে।

এ প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত একটি বৃহৎ পরিকল্পনার অংশ হতে হবে, যার লক্ষ্য হবে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন।

জাতিসংঘের একাধিক প্রস্তাবে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি দখল অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং গাজায় যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন