বার্ন ইউনিটে ভর্তি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, ২ শিক্ষার্থী ছাড়পত্র পেয়েছে

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।
তিনি জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে মোট ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৯ জনকে সিবিআর (Critical Burn Rehabilitation) ক্যাটাগরিতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অধ্যাপক নাসির উদ্দিন আরও জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দগ্ধ দুই শিক্ষার্থী রাফসি (১২) ও আয়ান খান (১২)-কে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থতার পথে রয়েছে।
পরিচালক জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০ জন রোগীকে ধাপে ধাপে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে রাজধানীর মিরপুর এলাকায় স্কুলসংলগ্ন স্থানে একটি হালকা বিমান বিধ্বস্ত হলে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
১৫৯ বার পড়া হয়েছে