সারাদেশ

লোহাগড়ায় সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে সাপের কামড়ে নাঈম শেখ (৯) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

নাঈম শেখ ওই গ্রামের জাকির শেখের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাতের খাবার শেষে নাঈম তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস জানান, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর প্রস্তুতির মধ্যেই রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি সাপের কামড়ে মৃত্যুর ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

শিশু নাঈমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন