গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৮৯

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় শুক্রবার (২৫ জুলাই) একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন ফিলিস্তিনি।
আহত হয়েছেন আরও ৪৬৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি অভিযানে আহতের সংখ্যা ইতোমধ্যে ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জনে পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের একটি বড় ধরনের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস।
জবাবে ইসরাইল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরাইল। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ আবারও আক্রমণ শুরু করে আইডিএফ।
দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে আরও ৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ৩১ হাজার ৯৩৪ জন আহত হয়েছেন।
এদিকে, যেসব জিম্মিকে ৭ অক্টোবরের হামলায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনো জীবিত বলে ধারণা করছে ইসরাইল। সামরিক অভিযানের মাধ্যমেই তাদের উদ্ধারের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।
১২৩ বার পড়া হয়েছে