মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী জারিফসহ ২ জনের মৃত্যু

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজন শিক্ষার্থী জারিফসহ (১৩) ২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জারিফের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার অবস্থাও ছিল আশঙ্কাজনক।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো।
দগ্ধ মাসুমা (৩৮) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মাসুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
এর এক দিন আগেই, শুক্রবার (২৫ জুলাই) দুপুরে একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেক শিক্ষার্থী, মাকিন (১৪)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় দগ্ধ ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। তাদের আইসিইউতে রাখা হয়েছে।
এর আগে, গত সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়।
আইএসপিআর জানায়, বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর শেষ মুহূর্ত পর্যন্ত জনবহুল এলাকা এড়িয়ে বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটি স্কুল ভবনের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই পাইলট সাগর প্রাণ হারান।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
১৪৭ বার পড়া হয়েছে