বান্দরবানে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টায় বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক। উদ্বোধনী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপণ শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যই নয়, এটি দেশের অর্থনীতির উন্নয়নের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, পাল্পউড প্ল্যানটেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম. এম. শাহ্ নেয়াজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও এনভায়রনমেন্ট সোসাইটির মডারেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সহকারী মো. আরিফ এবং জেলা শাখার সভাপতি বর্ধন মারমা (জুনান)। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. আসিফ রায়হান এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এবং পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং এর পরিচর্যা অত্যন্ত জরুরি। বড় গাছ কর্তনের পর পুনরায় নতুন গাছ লাগাতে হবে এবং বর্ষাকালে বৃক্ষরোপণের কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষমেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
১৯৬ বার পড়া হয়েছে