জাতীয়
প্রথম আলোর স্টাফ ফটোজার্নালিস্ট সাবিনা ইয়াসমিনের মা বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
প্রথম আলোর স্টাফ ফটোজার্নালিস্ট সাবিনা ইয়াসমিনের মায়ের মৃত্যুতে কেজেএফডি'র শোক

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৫:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রথম আলোর স্টাফ ফটোজার্নালিস্ট সাবিনা ইয়াসমিনের মা বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শ্রদ্ধা ও শোকপ্রকাশ করে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা এক শোকবাণীতে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবাণীতে সভাপতি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রনজক রিজভী মরহুমার জন্য দোয়া ও আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।
সাংবাদিক সাবিনা ইয়াসমিনের মা'কে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার নিজ এলাকায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।
১৫৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর