চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৪:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের সিকদারদিঘীর পূর্বপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতকানিয়া উপজেলার বাহাদিরপাড়ার মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং করাইয়ানগর আকবরপাড়ার মনির হোসেন (৪৫)। তারা তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তারা তিনজন চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে যান। ওই সময় একটি কক্সবাজারগামী মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তৃতীয় ব্যক্তিও মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, "ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।"
১১৩ বার পড়া হয়েছে