জাতীয়

অতিবৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উপকূলীয় অঞ্চল অতিক্রম করছে, যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

এছাড়া টানা ভারি বৃষ্টির ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নগর এলাকায় কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

অন্যদিকে সমুদ্রবন্দরগুলোতেও সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বিকেলের দিকে নিম্নচাপটি উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার বা তার বেশি হতে পারে এবং উপকূলীয় এলাকায় ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন