উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের স্থান দেখতে উৎসুক জনতার ভিড়

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এখন জনস্রোত। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের আশপাশে বিশাল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন বিমান বিধ্বস্তের স্থান দেখার জন্য। পাঁচ-সাত মিনিটের ব্যবধানে ৮-১০ জন করে উৎসুক দর্শনার্থীদের ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হয়।
সোমবার দুপুর সাড়ে একটার দিকে এই কলেজের একটি ভবনে হঠাৎ করে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকেই এই এলাকায় মানুষের ভিড় লেগে আছে। তবে বুধবার ও বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে, ফলে সাধারণ মানুষ কলেজের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। গণমাধ্যমকর্মীদেরকেও ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
আজ শুক্রবার সকাল থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন দেখা যায়। কলেজের প্রধান ফটকের নিরাপত্তারক্ষীরা উৎসুক জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। তবে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি এখনও দেওয়া হয়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, ‘মিডিয়া প্রবেশ করতে দেওয়া হবে না, কর্তৃপক্ষের নির্দেশে।’
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত কয়েক দিন ধরে এখানে মানুষের ভিড় বেড়েই চলেছে। তাঁরা মূলত বিমান বিধ্বস্তের স্থান দেখার জন্য এসেছেন। নিরাপত্তারক্ষীরা প্রতি কিছুক্ষণে ৮-১০ জন করে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছেন। ভেতরে যাওয়ার সময় বিভিন্ন দর্শনার্থী ছবি ও ভিডিও ধারণ করছেন। তবে, স্থান দেখা শেষ হলে দ্রুত তাঁদের সরিয়ে দেওয়া হয়।
প্রবেশের সময় ভেতরে গিয়ে দেখা যায়, বিমান বিধ্বস্তের সেই ভবনের সামনে টিন দিয়ে ঘেরা জায়গায় ফটকের মতো শর্ট করে তৈরি করা হয়েছে। এই স্থান দিয়ে মানুষজন এসে ছবি তুলছেন, ভিডিও করছেন। পরে তাঁদের দ্রুত সরিয়ে দেওয়া হয়।
১৪০ বার পড়া হয়েছে