আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় সংঘর্ষে দুই সেনাসহ পাঁচ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় আজ এক নিরাপত্তা অভিযানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে দুই সেনা সদস্যসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে, খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুলাই) এই ঘটনাটি ঘটেছে।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে জানতে পেরে অভিযান চালায়। অভিযানের সময় তিন সন্ত্রাসী নিহত হয়, তাদেরকে ‘নরকে’ পাঠানো হয়েছে। তবে এই গুলির মধ্যে মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) ও সিপাহী নাজাম হুসেইন (২২) নিহত হন, যারা অভিযান পরিচালনায় নেতৃত্ব দিচ্ছিলেন।

নিরাপত্তা বাহিনী জানায়, সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে এলাকাটিতে অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানি সেনারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়ে গেছে।

এছাড়া, পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের এলাকায় ভারতীয় সমর্থিত সন্ত্রাসীদের উপস্থিতি থাকলে তা খুঁজে বের করে নির্মূলের জন্য চিরুনি অভিযান চলাচ্ছে। দেশটির সেনা বলছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই আত্মত্যাগ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য।

নিরাপত্তা পরিস্থিতি জটিল থাকায়, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী বলেছে, তারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন