সারাদেশ

বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ কুষ্টিয়ার প্রথিতযশা ও প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধকালীন প্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’ ও কুষ্টিয়া জেলার বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকারকর্মী, সমাজ সংগঠক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী।

২০২০ সালের এই দিনে, সন্ধ্যা ৬:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি তাঁর কুষ্টিয়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।


বাংলাদেশের সাহসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন ওয়ালিউল বারী চৌধুরী। দীর্ঘ কর্মজীবনে তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং ন্যায়-নীতির প্রশ্নে ছিলেন আপোসহীন। ‘Weekly East Pakistan’ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। ১৯৬৪ সালে সাপ্তাহিক ‘মশাল’ এবং মুক্তিযুদ্ধকালে ‘স্বাধীন বাংলা’ পত্রিকার সম্পাদক, পরবর্তীতে ‘ইস্পাত’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে দেশের সংবাদমাধ্যমে অবদান রেখেছেন। খুলনা বিভাগে ‘ইস্পাত’ পত্রিকা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।


তিনি কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য ছিলেন—রেড ক্রিসেন্ট, শিশু হাসপাতাল, লালন একাডেমি, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ স্কাউট, সমাজসেবা কেন্দ্র, প্রেস ক্লাবসহ বহু সংগঠনের সাথে নেতৃত্ব দিয়েছেন। দেশের বাইরেও তিনি ২৭টি দেশ সফর করেছেন এবং বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।


সাংবাদিকতার আদর্শ, সততা ও নির্ভীকতার প্রতীক হিসেবে ওয়ালিউল বারী চৌধুরী আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী আজও তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আবেদন জানানো হয়েছে। আজকের এই দিনে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছে পরিবার।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন