টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতির দ্বারপ্রান্তে বাংলাদেশ

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) শেষ ম্যাচে জয় পেলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের পাশাপাশি র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।
বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১০ নম্বরে, রেটিং পয়েন্ট ২২০। আর পাকিস্তান ৮ নম্বরে, পয়েন্ট ২৩১। আজকের ম্যাচেও জয় পেলে বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়াবে ২২৩, ফলে দলটি উঠে আসবে নবম স্থানে। আফগানিস্তান এক ধাপ পিছিয়ে চলে যাবে ১০ নম্বরে। অপরদিকে, পাকিস্তানের রেটিং কমে দাঁড়াবে ২২৭।
এর আগে, শ্রীলঙ্কা সফরের শুরুটা হতাশাজনক হলেও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। টেস্ট ড্র করার পর ওয়ানডে সিরিজ হারলেও, টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জেতে টাইগাররা। সেই আত্মবিশ্বাসই এবার কাজে লাগছে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে।
সাম্প্রতিক ব্যর্থতায় প্রশ্নের মুখে থাকা দলটিকে ঘুরে দাঁড়াতে এই দুটি সিরিজই বড় আত্মবিশ্বাস দিচ্ছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা গেলে তা হবে শুধু প্রতিশোধ নয়, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান ফিরে পাওয়ারও বার্তা।
র্যাঙ্কিংয়ে উন্নতি হোক বা না হোক—শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ই বাংলাদেশের জন্য বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১১২ বার পড়া হয়েছে