রাজনীতি

মাইলস্টোন ইস্যুকে পুঁজি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, “আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখন দেখছি মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠনের পথে হাঁটছে।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, “প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাই—বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থান নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে।”

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাইলেন
স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত বলেন, “রাস্তায় বের হলে বাসে চাপা পড়ে মরবেন, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মরবেন, বিমান বা লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। রাষ্ট্র আমাদের জন্য একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও দিতে পারেনি।”

তিনি আরও বলেন, “সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজি অনার্স, বর্তমান মন্ত্রী বাংলা অনার্স। এই রাষ্ট্রে কি কোনো ডাক্তার ছিল না? একজন অযোগ্য উপদেষ্টার হাতে আজ ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা চলছে।”

সুষম উন্নয়ন ও ‘জুলাই সনদ’ ঘোষণার ঘোষণা
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “ব্রাহ্মণবাড়িয়া গ্যাসসমৃদ্ধ জেলা হলেও এখানকার সাধারণ মানুষ আবাসিক গ্যাস সুবিধা পাচ্ছেন না। উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে দেশের প্রতিটি জেলায়।”

তিনি আরও জানান, খুব শিগগিরই এনসিপি ‘জুলাই সনদ’ ঘোষণা করবে, যা সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি তুলে ধরবে।

পদযাত্রা ও শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময়
এর আগে বেলা ১১টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। নাহিদ ইসলাম তাদের কথা শোনেন এবং বিচার ও দায়মুক্তির অবসানের আশ্বাস দেন।

পরে বেলা পৌনে ১২টায় জেলা শহরের রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, এর মধ্যে ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি এবং আরও অনেকে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন