খেলা

খেলাধুলায় তরুণদের উদ্বুদ্ধ করতে মল্লিকপুরে ফুটবল বিতরণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নে ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে মল্লিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খেলার মাঠে প্রতীকী এ কার্যক্রমের অংশ হিসেবে একটি ফুটবল বিতরণ করা হয়।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ন্যাশনাল পিপলস পার্টির লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদার, মল্লিকপুর ইউনিয়ন যুব ফ্রন্ট সভাপতি হৃদয় মোল্যা এবং কোটাকোল ইউনিয়ন যুব ফ্রন্ট সভাপতি মইনুল ইসলাম দ্বীপসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, খেলাধুলার বিকাশে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(2)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন