সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের ওপর মাদকাসক্ত ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিকদের আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও প্রেসক্লাবের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসেন, সাংবাদিক আমিনুর রহমানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩০ জুলাই দখলদার বারী ও সাঈদের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী প্রেসক্লাব প্রাঙ্গণে অতর্কিতে হামলা চালায়। এতে অন্তত ২০ জন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলার ভিডিও ও প্রমাণ থাকার পরও পুলিশ দোষীদের না ধরে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে বলে দাবি করেন বক্তারা।


তারা আরও বলেন, হামলার পরও অভিযুক্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বক্তারা অবিলম্বে দখলদারদের কবল থেকে প্রেসক্লাব মুক্ত করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশ শেষে সাংবাদিকরা সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন