সর্বশেষ

সারাদেশ

প্রথম স্ত্রীর ঝুলন্ত মরদেহ,দ্বিতীয় স্ত্রী ও স্বামী নিখোঁজ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে মাধবী বিশ্বাস (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী হীরামণ বিশ্বাস ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী বিশ্বাস পলাতক রয়েছেন।

নিহত মাধবী বিশ্বাস কালিয়া উপজেলার শুক্ত গ্রামের অরবিন্দু বিশ্বাসের মেয়ে এবং বাগডাঙ্গা গ্রামের হীরামণ বিশ্বাসের প্রথম স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে হীরামণ ও মাধবীর বিয়ে হয়। তবে সাত-আট মাস আগে হীরামণ দ্বিতীয় বিয়ে করে সুদেবী বিশ্বাসকে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত।

বুধবার দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে হীরামণ তার চাচাতো ভাই মিঠুন বিশ্বাসকে ফোন করে জানান, তিনি ছোট স্ত্রীকে তার বাবার বাড়িতে দিয়ে আসছেন এবং যাওয়ার আগে বড় স্ত্রীকে মারধর করেছেন। সেইসঙ্গে বলেন, “বাড়ি গিয়ে দেখে নিও, বড় বউ গলায় দড়ি দিয়েছে কি না!”

এরপর সন্ধ্যায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা মাধবীর ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নিহতের ফুফাতো ভাই শ্মশান বিশ্বাস অভিযোগ করেন, “দ্বিতীয় বিয়ের পর থেকে হীরামণ আমার বোনকে নিয়মিত মারধর করতো। একপর্যায়ে তাকে হত্যা করে দ্বিতীয় স্ত্রী নিয়ে পালিয়েছে।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন