সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে বিদেশি পিস্তুল ও গুলি উদ্ধার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ জুলাই) দুপুরে মাঠপাড়া গ্রামের মতি সর্দারের বাড়িতে অভিযান চালায় দৌলতপুর থানা পুলিশ। এ সময় তার ছেলে মিঠু সর্দার (৩৪) এর ঘর থেকে এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিঠু সর্দার পালিয়ে যায়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে।

এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

৫০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন