আন্তর্জাতিক

রাশিয়ায় নিখোঁজ হওয়া বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া যাত্রীবাহী একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি টিন্ডা শহরের উদ্দেশে যাত্রার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানায়, বিমানে মোট ৪৯ জন আরোহী ছিলেন। তবে এখন পর্যন্ত আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এন-২৪ মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের দিকে যাওয়ার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রুশ আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানান, প্রাথমিক তথ্যমতে বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তিনি টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, “বিমানটির সন্ধানে সব ধরনের জরুরি বাহিনী মোতায়েন করা হয়েছে।”

উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করলেও এখনও অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন