জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।
বৈঠক শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না।”
পরে আরেকটি পোস্টে তিনি জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ—এই চার ধরনের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই পরিবর্তনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক প্রভাব কমে যাবে বলে আশা করা হচ্ছে।
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর