গাজায় জরুরি ত্রাণ সহায়তায় জাতিসংঘের নেতৃত্ব কামনা করছে কানাডা

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে জাতিসংঘের নেতৃত্বে অবিলম্বে ত্রাণ সরবরাহ চালু করার আহ্বান জানিয়েছে কানাডা।
একইসঙ্গে, ত্রাণ বিতরণ কেন্দ্রে নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।
বুধবার (২৩ জুলাই) কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় অনাহার ও খাদ্য সংকট বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এ অবস্থায় দ্রুত জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করা জরুরি।
কানাডা সরকারের এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী, ত্রাণকেন্দ্র ও বিশ্ব খাদ্য কর্মসূচির বহরগুলোতে ইসরাইলি সামরিক হামলা এবং খাদ্য-পানির সন্ধানে থাকা সাধারণ ফিলিস্তিনিদের হত্যা মেনে নেওয়া যায় না।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “গাজায় ভয়াবহ ক্ষুধা পরিস্থিতি বিরাজ করছে। কানাডা জাতিসংঘের মাধ্যমে অবিলম্বে পূর্ণাঙ্গ ত্রাণ কার্যক্রম চালুর আহ্বান জানাচ্ছে।”
গাজার স্বাস্থ্য খাতের তথ্য অনুযায়ী, দুর্ভিক্ষের কারণে পুরো উপত্যকাজুড়ে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে। শুধু গত কয়েক সপ্তাহেই অপুষ্টিতে মারা গেছে বেশিরভাগ মানুষ। ২০ মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।
এই পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্বের ১১১টি আন্তর্জাতিক সংস্থা একযোগে আহ্বান জানিয়েছে— যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে, নইলে আরও ভয়াবহ দুর্ভিক্ষ অনিবার্য।
বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) হিসাবে, গাজার এক-তৃতীয়াংশ জনগণ দিনে এক বেলার খাবারও পাচ্ছেন না। সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে নারী ও শিশুর মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়বে।
অন্যদিকে, গাজায় এই সংকটের জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল। তাদের দাবি, ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে এবং হামাসই ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করছে। তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, মূল সংকট সৃষ্টি করেছে ইসরাইলি অবরোধ এবং তাদের বাহিনীর হামলা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে গঠিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (GHF) সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় ত্রাণ বিতরণ চালালেও, ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সহস্রাধিক ক্ষুধার্ত মানুষ ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে।
১১৩ বার পড়া হয়েছে