রাজনীতি

রাতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় সুস্থ আছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। এখন বাসায় সুস্থ আছেন জানা গেছে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে তাকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ২টা ২৬ মিনিটে হাসপাতাল থেকে রওনা দিয়ে ২টা ৫২ মিনিটে বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো জরুরি হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন