জাতীয়
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, আজ বিকেল ৫টা থেকে শুরু হয়ে পরবর্তী তিনদিন এই চার বিভাগে অনেক স্থানে ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) এবং কোথাও কোথাও অতিভারী (২৪ ঘণ্টায় ৮৯-১৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।
সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, অতিভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও একই সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর