ধবলধোলাইয়ের হাতছানি, মিরপুরে আজ সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় আর দ্বিতীয় ম্যাচে ৮ রানে নাটকীয় সাফল্যের পর আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। লক্ষ্য একটাই—ধবলধোলাই।
টাইগারদের নেতৃত্বে থাকা লিটন দাসের দল আজ জয় পেলেই ইতিহাস গড়বে। কেননা, এটিই হবে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের কোনো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ। এর আগে ২০১৫ সালে একমাত্র ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর কখনোই একাধিক ম্যাচের সিরিজ জেতা হয়নি।
এই সিরিজের আগে বাংলাদেশ টানা দুই টি-টোয়েন্টি সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছিল—প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, এরপর লাহোরে পাকিস্তানের মাটিতে। তবে লঙ্কা সফরে ঘুরে দাঁড়ানোর পর ঘরের মাঠেও ছন্দে ফিরেছে টাইগার বাহিনী।
এদিকে সিরিজের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মিরপুরের উইকেট। রানখরা এই পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেন অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসন। এমনকি হেসন প্রশ্ন তুলেছেন, যদি এই সিরিজ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হয়, তাহলে এমন ধীরগতির উইকেট কতটা সহায়ক?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম অবশ্য জানিয়েছেন, বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার উইকেট হবে রানপ্রসবা। ফলে প্রস্তুতির জন্য এমন উইকেট কতটা যৌক্তিক—তা নিয়েও চলছে আলোচনা।
আজকের ম্যাচেও একই ধরনের উইকেট দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার, রমিজ রাজা ও বাসিত আলি উইকেটের সমর্থনে কথা বলেছেন এবং খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সিরিজের ফাইনাল ম্যাচে দুই দলের লক্ষ্য ভিন্ন—বাংলাদেশ চায় ইতিহাস গড়তে, আর পাকিস্তান মরিয়া অন্তত একটি জয় ছিনিয়ে নিতে। সব মিলিয়ে, মিরপুরে আজ সন্ধ্যায় আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
১১৮ বার পড়া হয়েছে