যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কিছুটা কমতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান খুঁজে পেতে আগামী ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টা একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র সফর করবেন বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বিভিন্ন পণ্যের আমদানি সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “দেড় লাখ টন বিভিন্ন ধরনের সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ইউরিয়া ও টিএসপিও রয়েছে। এছাড়াও এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ২ লাখ ২০ হাজার টন গম আমদানির অনুমোদন দিয়েছি। যুক্তরাষ্ট্র থেকে আমদানির বিষয়েও আলোচনা চলছে। যদিও যুক্তরাষ্ট্রের গমের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি, তবে এর মান ও প্রোটিনের পরিমাণ কিছুটা বেশি হওয়ায় আমরা এটিকে মূল্যবান বিবেচনা করছি।”
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা শেষ হতে আর মাত্র আটদিন বাকি থাকায়, সাংবাদিকরা এ বিষয়ে সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, “আমরা আশা করছি, যুক্তরাষ্ট্র কিছুটা হলেও শুল্ক কমাবে। কারণ, আমাদের বাণিজ্য ঘাটতি খুবই সামান্য — প্রায় ৬.৫ বিলিয়ন ডলার।”
ব্যবসায়ীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের দাবির প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “এই পরিস্থিতিতে লবিস্ট নিয়োগের প্রয়োজন নেই। কারণ, এটি দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। আমাদের এখন যা করতে হবে, তা দ্রুততার সঙ্গে করতে হবে। লবিস্টরা ওই দপ্তরে ঢুকতেই পারবে না, নেগোশিয়েশনের তো প্রশ্নই আসে না।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক সম্পর্ক রয়েছে। “আমরা সম্প্রতি শেভরন, এক্সিলারেট এনার্জি এবং মেটলাইফের বকেয়া পরিশোধ করেছি। ইউএস চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে আমাকে চিঠিও দিয়েছে,” বলেন তিনি।
১২৪ বার পড়া হয়েছে