জাতীয়
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাই চক্র ‘তরুণ গ্যাং’-এর প্রধান তরুণ মিয়াসহ (২৩) চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে ‘তরুণ গ্যাং’-এর ৪ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাই চক্র ‘তরুণ গ্যাং’-এর প্রধান তরুণ মিয়াসহ (২৩) চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃত অপর তিনজন হলেন—ইমরান হোসেন ফয়সাল (২০), মো. সোহরাওয়ার্দী (২৫) এবং মো. মামুন মিয়া (২৭)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘তরুণ গ্যাং’ সদস্যরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ধারালো অস্ত্র, বিশেষ করে চাপাতি ব্যবহার করে পথচারীদের জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নিত। এরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর