জাতীয়

কোতোয়ালিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রবিন হোসেন (২২)।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী হাসপাতালের সামনের এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে রবিন হোসেন। পরে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়, যা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, রবিন হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে কোতোয়ালিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সে ছিনতাই করে আসছিল।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন