গুলিস্তানে ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার, ককটেল উদ্ধার

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন "বাংলাদেশ ছাত্রলীগ"-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।
গ্রেফতারকৃতরা হলেন মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)। তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় পল্টন থানার একটি টিম নিয়মিত টহল ও বিশেষ অভিযানে নামে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে মেহেদী ও আরিফুরকে চ্যালেঞ্জ করলে তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল হামলার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী এবং সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে তারা নাশকতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৫/৬ ধারায় একটি নিয়মিত মামলা পল্টন মডেল থানায় দায়ের করা হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে